উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু যুক্তরাষ্ট্র: কিম

0

উত্তর কোরিয়ার ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক বছর ধরেই উত্তেজনা বিরাজ করছে। এবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনে অংশ এই মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বললেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এমনটি জানিয়েছে।

ওই সম্মেলনে অংশ নিয়ে কিম বলেন, যুক্তরাষ্ট্রকে হারানোর জন্য আমাদের মনোনিবেশ করতে হবে। তারা আমাদের সবচেয়ে বড় শত্রু।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের মাত্র ১১ দিন আগে এমন মন্তব্য করলেন কিম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেও তার সঙ্গে কথার যুদ্ধে জড়িয়ে ছিলেন কিম জং উন। পরে অবশ্য তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছিলো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com