আমার ছেলের লাশ ফিরিয়ে দাও; ভারতকে উদ্দেশ্যে করে কাশ্মিরি বাবার আর্তনাদ
কাশ্মিরে এখন কনকনে শীত। এই আবহাওয়ার মধ্যে মোস্তাক আহমেদ ওয়ানি তার কিশোর ছেলের জন্য একটি কবর খনন করে বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন। কারণ ওই কবরের ভেতর কোনো লাশ নামানো হয়নি। এই ঘটনায় হতবাক একদল দর্শনার্থী নিরব দাঁড়িয়ে ছিলেন। কারণ অর্ধ-খোঁড়া কবরের ভেতর হাঁটু গেড়ে দাঁড়িয়ে ছিলেন আহমদ।
তারপরে তিনি উঠে দাঁড়িয়ে উনার পিঠ সোজা করে লোকজনের মুখোমুখি হলেন এক পর্যায়ে চিৎকার করে সে বলতে শুরু করলেন, ‘আমি আমার ছেলের লাশ চাই। আমি ভারতকে বলছি, আমার ছেলের লাশ আমাকে ফিরিয়ে দাও।’
জানা যায়, ৩০ শে ডিসেম্বর শ্রীনগর শহরের উপকণ্ঠে আহমেদের ১৬ বছয় বয়সী ছেলে আথের মুশতাক ওয়ানি এবং আরও দুই যুবককে গুলি করে হত্যা করে ভারতীয় বাহিনী। এ বিষয়ে ভারতীয় বাহিনী দাবি করে বলেছে, তারা ‘সন্ত্রাসীদের সহাযোগী’ ছিল এবং ভারত বিরোধী কাজে লিপ্ত ছিল।
তবে নিহতের পরিবার দ্ব্যর্থহীন কন্ঠে বলেছে, তারা সশস্ত্র বিদ্রোহী ছিল না। ঠান্ডা মাথায় তাদেরকে হত্যা করা হয়েছে।
সূত্র: আলজাজিরা