ভারতকে আঙুল দেখিয়ে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

0

ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যেই দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-১ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এ সফল পরীক্ষা চালানো হয়েছে বলে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে ইয়েনি শাফাকের খবরে বলা হয়েছে।

এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, ফাতাহ-১ বহূমুখী রকেট সিস্টেমটি ১৪০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্র পদ্ধতিটি পাকিস্তান সেনাবাহিনীকে হস্তান্তর করা হবে। শত্রুর ভূখণ্ডে নির্ভুলভাবে এটি আঘাত হানতে সক্ষম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com