সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারনে আমরা ভারতীয় আগ্রাসন থেকে রেহাই পাচ্ছি না: ইরান

0

সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারনে আমরা ভারতীয় আগ্রাসন থেকে রেহাই পাচ্ছি না। আমরা তিস্তা পানির ন্যায্য হিস্যা চাই, ফেনী নদীর পানি চুক্তি বাতিল ও সীমান্তে বাংলাদেশ নাগরিক হত্যা বন্ধে দেশবাসীকে গর্জে উঠার আহবান জানাই।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল টায় শিশুকল্যান মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ফেলানী হত্যা দিবসে সীমান্ত আগ্রাসন বিরোধী কনভেনশনে বক্তবব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের চিহিৃত করে ফেরত পাঠানোর আহবান জানিয়ে বলেন ভারত একদিকে এনআরসির নামে ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দিচ্ছে অন্যদিকে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়ন জ্যামিতিক হারে বাড়িয়ে দিয়েছে। তাই ভারতের সাথে সম্পাদিত সকল দেশবিরোধী চুক্তি বাতিলের দাবী জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com