শেখ হাসিনা কোন নীতিতে দেশ চালাচ্ছেন, প্রশ্ন মান্নার

0

ছাত্রলীগের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য তুলে ধরে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) বলেছেন, আদর্শহীন হলে দেশ গড়া যাবে না, নীতিহীন হলে দেশ গড়া যাবে না। তাহলে তিনি যে ক্ষমতায় আছেন সেটা কোন নীতির ভিত্তিতে? যেভাবে দেশ চালাচ্ছেন সেটা কোন নীতির ভিত্তিতে?’

গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী প্রচারদলের উদ্যোগে ‘ভোটাধিকার হরণ ও গণতন্ত্র নির্বাসনের জঘন্য অধ্যায়’ শীর্ষক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না এসব প্রশ্ন করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই নির্বাচনে এমন একটা পরিবেশ তৈরি করা হয়, সেখানে কোনো রাজনৈতিক দল অংশ গ্রহণ করেনি। ওটা একটা ভুয়া নির্বাচন। ওই নির্বাচন মানা যাবে না।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘বিশ্বের অনেকগুলা দেশে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। আমাদের দেশে ভ্যাকসিন দেয়া শুরু হয়নি। এরকম একটা আজব স্বাস্থ্যমন্ত্রী থাকতে ভ্যাকসিন আসবে? সরকার বলেছে, জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আসবে। একজন বলছে, আমরা সরকারের সাথে সরকারি (জিটুজি) চুক্তি করেছি। তার দলের আরেকজন এমপি বলেছেন, সরকারের সাথে সরকার কোনো চুক্তি হয়নি। আমরা প্রাইভেট কোম্পানির সাথে প্রাইভেট কোম্পানির চুক্তি করেছি। ভ্যাকসিন যদি না আসে তাহলে যে ভ্যাকসিন দরকার তা দেয়া হবে।’

ভ্যাকসিন কেনার চুক্তি প্রসঙ্গে মান্না বলেন, ‘ভারত ২ ডলারে ভ্যাকসিন কিনবে। বাংলাদেশ কিনবে ৫ ডলারে। বাকি তিন ডলার কোথায় যাবে? এই তিন ডলার যাবে দরবেশদের কাছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন আক্তার প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com