পেলেকে ছাড়িয়ে গেলেন রোনালদো

0

ইতালিয়ান লিগ সিরি’আতে জুভেন্টাসের হয়ে জোড়া গোল করে নতুন এক মাইলফলকে পৌঁছলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। প্রথম গোল করে পেলের ৭৫৭ গোলের রেকর্ডে ভাগ বসান এই সুপারস্টার। তবে দ্বিতীয় গোলের পর সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে টপকে ২ নম্বরে উঠে এলেন রোনালদো। 

১০৩৫ ম্যাচ খেলে ৭৫৮ গোল করেছেন সিআর সেভেন। পেলে ৮২০ ম্যাচে করেছিলেন ৭৫৭ গোল। আর শীর্ষে থাকা জোসেফ বিকান করেছেন ৭৫৯ গোল, যা করতে তিনি খেলেছেন মাত্র ৪৯৫ ম্যাচ। অর্থাৎ আর ২টি গোল করলেই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com