শিগগিরি রাশিয়া সারমাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে

0

রাশিয়া খুব শিগগিরই নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছে। এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যেকোন প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম।

(শনিবার) রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি ক্রিভোরুচকো সামরিক বিষয়ক পত্রিকা ক্রাসনাইয়া জুভেজদাকে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনা কথা জানিয়েছেন।

তিনি জানান, “এখন পর্যন্ত সারমাট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইজেকশন টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। নিকট ভবিষ্যতে আমরা এর ফ্লাইট টেস্ট পরিচালনা করব।”

রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি ক্রিভোরুচকো

তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কথা উল্লেখ করতে গেলে বলতে হবে যে, বিশ্বের কোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি সবচেয়ে উন্নত ব্যবস্থাও এই ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে পারবে না।

আরএস-২৮ সারমাট ক্ষেপণাস্ত্রের ওজন হচ্ছে ২০৮ টন এবং এর পাল্লা ছয় হাজার ২০০ মাইল। একই সঙ্গে এই ক্ষেপণাস্ত্র ১৬টি ওয়ারহেড বহন করতে সক্ষম। বলা হচ্ছে- এই ক্ষেপণাস্ত্র যে ওয়ারহেড বহন করতে পারে তাতে টেক্সাস কিংবা ফ্রান্সের মতো আয়তনের ভূখণ্ড একটিমাত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস করে দেয়া সম্ভব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com