ট্রাম্পের ব্যর্থতার পুনরাবৃত্তি রোধ করতে হলে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিন

0

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি তার দেশের ওপর থেকে সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করার যে ব্যর্থ নীতি গ্রহণ করেছেন তা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

আলী শামখানি রোববার তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব তার পোস্টে বলেন, “আমেরিকা বর্তমানে পরমাণু সমঝোতায় ফিরে আসার মতো একটি অর্থহীন বিষয়কে যেভাবে বড় করে তুলে ধরছে তাতে কোনো ফল পাওয়া যাবে না।” তার মতে শুধুমাত্র এই সমঝোতায় ফিরে আসা যথেষ্ট নয়।

আলী শামখানি আরো বলেন, “ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করে যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তার পুনরাবৃত্তি রোধ করতে হলে পরবর্তী প্রশাসনকে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com