ফাতাহ’র সাথে পুনরায় ঐক্য প্রচেষ্টা শুরু করছে হামাস

0

ফাতাহ’র সাথে ঐক্যের চুক্তিতে পৌঁছানোর জন্য পুনরায় আভ্যন্তরীন আলোচনা শুরুর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়েহ। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে হানিয়েহ জানান, ফিলিস্তিনিদের পুনর্মিলনের লক্ষ্যে পুনরায় জাতীয় সংলাপ শুরু করার প্রচেষ্টা চলছে। এটি ইসরাইলি দখলদারিত্বকে প্রতিহত করার ও ফিলিস্তিনি স্বার্থকে ভুলুণ্ঠিত করার ষড়যন্ত্র রুখে দেয়ার ভিত্তি।

তিনি আরো বলেন, এ প্রচেষ্টাকে সফল করার জন্য বর্তমানে আমর ব্যাপকভাবে যোগাযোগ করছি। ফাতাহ সহ ফিলিস্তিনি সব দলগুলোর সাথে ঐক্যের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান হামাস নেতা।

হামাসের শীর্ষ এ নেতা জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন (পিএলও), ফিলিস্তিনি কর্তৃপক্ষ সহ ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের মাধ্যমে হামাস ঐক্যের চেষ্টা করছে। আর এটা হবে অংশিদারিত্ব ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এবং দেশের ও প্রবাসের সব ফিলিস্তিনি জনগণের ইচ্ছার আলোকে।

জাতীয় পুনর্মিলনী চুক্তি ঘোষণার লক্ষ্যে সাম্প্রতিক জাতীয় ঐক্যের সংলাপ প্রায় শেষ পর্যায়ে ছিল। তবে সংলাপের মধ্যে পিএ, ফাতাহ ও পিএলও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত বছরের ১৭ নভেম্বর পুনরায় ইসরাইলের সাথে নিরাপত্তা আলোচনা শুরু করার ঘোষণা দেন। এর ফলে জাতীয় ঐক্যের এ প্রচেষ্টা থেমে যায়।

ফিলিস্তিনের সব গোষ্ঠী আব্বাসের এ পদক্ষেপের সমালোচনা করেছে। সম্মিলিত বিবৃতিতে তারা জানায়, মাহমুদ আব্বাস ‘নিজেকে ইসরাইলের কাছে সমর্পণ করেছে। ফিলিস্তিনিদের ঐক্য পুনঃপ্রতিষ্ঠার এ প্রচেষ্টাকে দুর্বল করে দেয়ার জন্য তারা মাহমুদ আব্বাসের নিন্দা জানায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com