লাদাখ সীমান্ত নিয়ে ফের বৈঠক করতে চায় চীন

0

ভারত-চীনের সীমান্ত নিয়ে উত্তেজনা গত বছরের। দুই দেশের সেনা কর্মকর্তারা আট দফা বৈঠকে বসলেও; বিষয়টি নিয়ে কোনো সুরাহা হয়নি। লাদাখ সীমান্তে অসংখ্য সেনা মোতায়েন করেছে ভারত ও চীন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত বছর শুরু হওয়া ভারত-চীন সীমান্ত উত্তেজনা এখনো চলছে। দফায় দফায় বৈঠক বসলেও মেলেনি কোনো সারাহা। এবারের শীত মৌসুমেও লাদাখ সীমান্তে দুই দেশই মোতায়েন করেছে বিপুল সংখ্যক সেনা। এমন পরিস্থিতিতে চীন জানিয়েছে, দুই দেশের সেনা কর্মকর্তারা যেন নবম বারের মতো সীমান্ত শান্তি আলোচনায় বসতে পারেন, সেজন্য কথাবার্তা চলছে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তান কেফেই জানিয়েছেন, দুই দেশই যেন সেনা সরিয়ে নেয়, সে চেষ্টা চলছে। তিনি আরও জানিয়েছেন, লাদাখ সীমান্তে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। চীনের সেনাবাহিনী বৈঠকে বসতে আগ্রহী। সে লক্ষ্যে ভারতের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বেইজিং। চীনের আশা, ভারতও বৈঠকে যেসব সিদ্ধান্ত হবে তা মেনে চলবে। গত ১৮ ডিসেম্বর ভারত ও চীনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক হয়। দু’পক্ষই একমত হয়, সীমান্তে সেনা সরিয়ে নেওয়া হবে। সেজন্য দুই দেশের সেনাবাহিনী স্তরে আলোচনা হবে শিগগিরই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com