উইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা আজ, সুযোগ পাচ্ছেন যারা!

0

গত মার্চের পর বাংলাদেশ ক্রিকেট দলের আর কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি। দীর্ঘ ৯ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিছুক্ষণ পর টাইগারদের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। 

নতুন কারা সুযোগ পাচ্ছে, বা মাশরাফি দলে থাকছেন কিনা- এনিয়ে চারদিকে জল্পনা-কল্পনার অন্ত নেই। অধিনায়কত্ব থেকে অবসর নেয়া মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে লুকোচুরি খেলার শেষ নেই। নির্বাচকরা মুখ বন্ধ করে বসে আছেন। মাশরাফি ইস্যুতে যেন সবার মুখে তালা। কেউই পরিষ্কার করে বলছেন না, মাশরাফি ওয়ানডে স্কোয়াডে থাকবেন নাকি থাকবেন না।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু কথায় পরিষ্কার কিছু জানা যায়নি। তিনি জানান, ‘আমরা প্রাথমিক দল চূড়ান্ত করে ফেলেছি।’ সে দলে কি মাশরাফি আছেন? এমন প্রশ্নের জবাবে নিরব নান্নু। উত্তরও দিলেন খানিক কূটনৈতিক ভাষায়। বলে উঠলেন, ‘দেখি কাল বলতে পারব।’

ধারণা করা হচ্ছে, হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ ওটিস গিবসনের মতামতটা খুব জরুরি। এর বাইরে ট্রেনার নিকোলাস ট্রেভরলির সঙ্গেও হয়তো কথা বলবেন নির্বাচকরা। গতকাল সকালে রাজধানী পা রেখেছেন নিকোলাস।

মাশরাফি বিষয়ে পরিষ্কার কিছু না বললেও, প্রধান নির্বাচক জানিয়েছেন প্রাথমিক দল হবে ২৪ জনের এবং সব কিছু ঠিক থাকলে রবিবার দল ঘোষণা।

ওয়ানডে স্কোয়াড কবে চূড়ান্ত করবেন? জানতে চাইলে প্রধান নির্বাচকের ভাষ্য, ‘সম্ভবত ১৫-১৬ জানুয়ারি! অনুশীলন শুরুর পর জাতীয় দলের ঐ ২৪ ক্রিকেটার নিজেদের ভেতর ১৪ ও ১৬ তারিখ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটি পাখির চোখে পরখ করব। পরে ১৬ জানুয়ারির ম্যাচের দিন বিকেলে কিংবা অর্ধেক শেষেই হয়তো চূড়ান্ত হয়ে যাবে ওয়ানডে সিরিজের দল।’

আগেই জানা, দলে একদম আনকোরা নতুনের অন্তর্ভুক্তির সম্ভাবনা কম। তবে ২৪ জনের দলে কয়েকজন নতুন মুখ থাকার সম্ভাবনা আছে অনেক। প্রেসিডেন্টস কাপ ওয়ানডে আর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভাল পারফর্ম করা কজন তরুণ সম্ভাবনাময় ক্রিকেটারের প্রাথমিক দলে থাকার সম্ভাবনা রয়েছে।

বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, আগ্রাসী বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, ডানহাতি সুমন খান, শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের দিকে চোখ আছে নির্বাচকদের। এসব তরুণরা প্রাথমিক দলে জায়গা পেয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com