আতশবাজি পোড়াতে গিয়ে দগ্ধ ফুটবলার

0

নতুন বছরের প্রথম প্রহরে আতশবাজি বা পটকা ফোটাতে গিয়ে দুর্ঘটনার নজিরও কম নয়। তবে এমন ঘটনা কখনও ক্রীড়াঙ্গনে ঘটেনি। এবারই প্রথম এমন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল তুরস্কে। 

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি পোড়াতে গিয়ে গুরুতর আহত হয়েছেন নরওয়ের ফুটবলার ওমর এলাবদেলাউয়ি। আঙ্কারার লিভ হসপিটালের চিকিৎসক ডা. ভেদাত কায়া জানিয়েছেন, তার দুই চোখেই আঘাত লেগেছে।

ইস্তাম্বুলে নতুন বছরের শুরুতে নিজের বাড়িতে আতশবাজি পোড়াতে গিয়ে হাতে আগুন লেগে যায় ওমরের। সেখান থেকে চোখ ও মুখে আগুনের ঝটকা লেগেছে।

ওমর নরওয়ের জাতীয় দলের ফুটবলার। ম্যানচেস্টার সিটিতেও খেলেছেন তিনি। তুরস্কে এই ফুটবলার খেলেন গ্যালাতাসারি ক্লাবে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গ্যালাকতাসারির ভাইস প্রেসিডেন্ট আবদুর রহিম আলবায়েরাক জানিয়েছে, মুখ ও হাতে দগ্ধ হলেও সেটি গুরুতর নয় ওমরের। তবে তার চোখে আরও পরীক্ষা-নিরীক্ষার দরকার রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আলবায়েরাক বলেন, ‘আতশবাজি বিস্ফোরিত হয়ে ওমরের হাতে লাগে। কিন্তু তিনি কথা বলতে পারছেন এবং ইন্টেনসিভ কেয়ারে চিকিৎসকদের সাড়া দিচ্ছেন। ২০২০ সালটাই দুর্ভাগ্যজনক। গ্যালাতাসারের সদস্যরা শেষ সময়ে এসেও এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনা শুনলেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com