আইন মেনেই ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা করছে রাশিয়া

0

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ আন্তর্জাতিক আইন মেনে ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চালিয়ে যাচ্ছে।

তিনি মঙ্গলবার মস্কোয় বার্তা সংস্থা স্পুৎনিককে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার এ অবস্থান স্পষ্ট করেন।ল্যাভরভ বলেন, “ইরানের যেমন প্রতিরক্ষা স্বার্থ নিশ্চিত করার অধিকার রয়েছে তেমনি রাশিয়াও তেহরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন মেনে চলছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে তেহরানের সঙ্গে মস্কোর সমরাস্ত্র বিষয়ক সহযোগিতার ক্ষেত্রে আর কোনও আইনগত বাধা নেই।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী, গত ১৮ অক্টোবর তেহরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে গেছে। এর ফলে ইরানের পক্ষে যেকোনও দেশের কাছ থেকে প্রচলিত সমরাস্ত্র আমদানি বা যেকোনও দেশের কাছে রফতানি করার পথ সুগম হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com