‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এ পরিণীতি
হলিউডের সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ এর বলিউড রিমেকে আসছেন পরিণীতি চোপড়া।
ছবিটির শুটিং ২০১৯ সালেই শেষ হয়েছে। তবে করোনা ভাইরাসের কারণে ছবির মুক্তি পিছিয়ে দেয়া হয়। বাঙালি পরিচালক ঋভু দাসগুপ্ত পরিচালিত বলিউড রিমেকটির শুটিং হয়েছে লন্ডনে।
এই বাঙালি পরিচালকের পরবর্তী ছবিতেও দেখা যাবে পরিণীতি চোপড়াকে। যদিও নতুন ছবিটির এখনও নাম চূড়ান্ত করা হয়নি।
২০২১ সালের মার্চ মাসে নতুন ছবির শুটিং শুরু হবে। আপাতত লোকেশন বাছাই করার কাজ চলছে।
নতুন ছবিটিতে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন পরিণীতি। এছাড়াও এ ছবিতে কে কে মেনন, রজিত কাপুর, দিব্যেন্দু ভট্টাচার্যকেও দেখা যাবে।