৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ করা হয়েছে

0

৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা ও মহাসচিব মো. রফিকুল ইসলাম।

দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় সরকার যা ইচ্ছা তাই করছে—এ জন্য সরকারকে জবাবদিহিও করতে হয় না বলেও মন্তব্য করেন তারা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয় দলের নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, আওয়ামী লীগ পৃথিবীর সব রেকর্ড ভঙ্গ করে পার্লামেন্ট বহাল রেখে, পুরো একটি রাষ্ট্রের বিচার বিভাগ, সিভিল প্রশাসন, একদল নির্বাচন কমিশনারসহ লক্ষাধিক আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে, সব ক্ষমতায় ক্ষমতাবান হয়ে, সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একটি ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠিত করে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করেছে।

নেতৃদ্বয় বলেন, দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের সব শ্রেণির মানুষ এবং সংস্থা এ নির্বাচনকে একটি ভোট ডাকাতির নির্বাচন ও প্রহসনের নির্বাচন হিসাবে আখ্যায়িত করছে। নির্বাচনের নামে এ সরকার বার বার প্রহসন করছে, জাতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com