ভারত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং মিথ্যাচারে রহিত করেছে: জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকে আমাদের একটামাত্র পথ হলো গণতন্ত্র পুনরুদ্ধার। বিএনপি যেহেতু বড় দল তাই তাদেরকে উদার হতে হবে। অন্যান্য যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে রাস্তায় নামতে হবে। সরকারকে অগ্রাহ্য করে জনগণের কাছে যেতে হবে। তা না হলে কোনও লাভ নাই। স্বৈরাচার কখনও দয়া করে না, তাদেরকে বাধ্য করতে হবে।’
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন” আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও আমাদের জাতীয় স্বার্থ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘ভারতের কাছে আমরা কৃতজ্ঞ, তারা আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু তারা আমাদেরকে দয়া করেন নাই, তারা নিজেদের স্বার্থ উদ্ধার করেছেন।’
তিনি বলেন, ‘ভারতকে রক্ষার জন্য পঁচিশ বছর তাদের যে ব্যয় হতো, বাংলাদেশকে রক্ষার ফলে তারা এক বছরে তা উঠিয়ে নিয়েছেন। তারা আমাদেরকে কী দিয়েছে? আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে, আমাদের মিথ্যাচারে রহিত করেছে।’