কারা পেলেন আইসিসির দশক সেরা পুরস্কার

0

গত এক দশকের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। যেখানে বিরাট কোহলিসহ অনেক তারকা ক্রিকেটার এই পুরস্কারগুলো বাগিয়ে নিয়েছেন।

১ জানুয়ারি ২০১১ থেকে ৭ অক্টোবর ২০২০ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে পুরস্কারগুলো দেওয়া হয়।

দেখে নিন আইসিসি দেওয়ার পুরস্কারগুলো কারা পেলেন…

# বিরাট কোহলি: স্যার গ্যারিফিল্ড সোবার্স দশক সেরা পুরুষ ক্রিকেটার
# এলিস পেরি: রাচেল হেইহো-ফ্লিন্ট দশক সেরা নারী ক্রিকেটার
# স্টিভেন স্মিথ: দশক সেরা পুরষ টেস্ট ক্রিকেটার
# বিরাট কোহলি: দশক সেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার
# এলিস পেরি: দশক সেরা নারী ওয়ানডে ক্রিকেটার
# রশিদ খান: দশক সেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটার
# এলিস পেরি: দশক সেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার
# কায়েল কোয়েটজার: দশক সেরা পুরুষ সহযোগী দেশের ক্রিকেটার
# ক্যাথরিন ব্রেস: দশক সেরা নারী সহযোগী দেশের ক্রিকেটার
# মাহেন্দ্র সিং ধোনি: দশক সেরা স্প্রিট অব ক্রিকেট

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com