মৌলিক অধিকার বাস্তবায়ন না হলে জাতির কল্যাণ সম্ভব নয়: ড: মাসুদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মুগদা থানা দক্ষিণের উদ্যোগে চলমান শৈত্যপ্রবাহে সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড: শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন। এ সময় তিনি উপস্থিত থেকে রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশে শীতের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনজীবনে বেশ প্রভাব পড়েছে। নিম্নবিত্ত ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে দ্রুত এসব মানুষের পাশে সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করুন। যদিও এ অবস্থায় শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের প্রধানতম দায়িত্ব ছিল সরকারের।’
দেশের দরিদ্র শীতার্ত মানুষের মাঝে জরুরিভিত্তিতে শীতবস্ত্র বিতরণ করার জন্য তিনি সরকার, স্বেচ্ছাসেবী সংস্থা, সংগঠন ও দানশীল বিত্তশালী ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি আহ্বান জানান।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও মুগদা থানা দক্ষিণের আমীর মো: বনি ইয়ামিনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি রিয়াজ উদ্দিনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ডেমরা-মুগদা জোনের সহকারী পরিচালক কামাল হোসাইন। এ ছাড়াও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আবু মাহির, কেফায়েত উল্লাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
ড: মাসুদ বলেন, ‘জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। অসহায় মানুষের সেবার মাধ্যমে মূলত আমরা মহান রবের সন্তুষ্টি অর্জন করতে চাই। সরকারের উচিৎ এ সময় দেশের নাগরিকদের অভিভাবকের মতো দায়িত্ব নেয়া।’
তিনি বলেন, ‘অত্যন্ত অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াবে এমনটা আমরা প্রত্যাশা করি অথচ জনগণের কল্যাণ ও পরিস্থিতির মোকাবেলায় সরকারের পক্ষ থেকে কোনো ভূমিকা চোখে পড়ছে না। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশ ও জাতির প্রকৃত কল্যাণ অসম্ভব। এ লক্ষ্যে প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রচেষ্টা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।’
এ সময় তিনি সবাইকে এই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর পাশে থাকার উদাত্ত আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি