ট্রাম্পের কারণে নিরাপত্তা সংস্থাগুলো ‘চরমভাবে ক্ষতিগ্রস্ত’: বাইডেন
ট্রাম্প প্রশাসনের কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থাগুলো ‘চরমভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে, বাইডেনের দাবি, ক্ষমতা গ্রহণ করতে যাওয়া তাঁর দল প্রতিরক্ষা বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য পাচ্ছে না।
জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কর্মকর্তাদের দেয়া একটি ব্রিফিং শেষে টুইটারে পোস্ট করা এক ভিডিওতে বাইডেন এসব কথা বলেন।
গেল ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পর গত কয়েক সপ্তাহ ধরে গোয়েন্দা সংস্থাগুলোর ব্রিফিং পাননি বাইডেন। যুক্তরাষ্ট্রে সাধারণত নির্বাচনে জেতার পর থেকে ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বিজয়ী প্রেসিডেন্টকে এসব ব্রিফিং দেয়া রুটিনকাজ হিসেবে বিবেচনা করা হয়।
ওই ভিডিও বার্তায় বাইডেন বলেন, ‘প্রতিরক্ষা বিভাগ ও বাজেট ব্যবস্থাপনা কার্যালয়ে আমাদের টিম ‘রোড ব্লকের’ সম্মুখিন হচ্ছে। এখন আমরা বিদায়ী প্রশাসনের কাছ থেকে জাতীয় নিরাপত্তা খাতের প্রয়োজনীয় সব তথ্য পাচ্ছি না। এটা ছোটখাটো কোনও বিষয় নয়।’
তিনি বলেন, ‘আমার মতে, এগুলো দায়িত্বহীনতা। আমাদের নিরাপত্তার জন্য খুবই গুরত্বপূর্ণ বেশ কিছু সংস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক প্রতিষ্ঠানের দক্ষতা ও নৈতিকতার ঘাটতি দেখা দিয়েছে। নীতি নির্ধারক প্রক্রিয়া অকার্যকর হয়ে পড়েছে।’
বাইডেনের এমন দাবির পর ট্রাম্প প্রশাসনের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার বলেছেন, ‘ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সহযোগিতা করতে কর্মকর্তারা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছে।’
মিলারের দাবি, ‘প্রতিরক্ষা বিভাগ ৪০০ কর্মকর্তার ১৬৪টি সাক্ষাৎকার ও ৫ হাজারের বেশি পৃষ্ঠার নথি দেয়া হয়েছে। বাইডেনের ক্ষমতা হস্তান্তর টিমকে চাওয়ার আগেই এসব তথ্য সরবরাহ করা হয়েছে। কোথাও কোনও দায়িত্বহীনতা নেই।’
বাইডেনের টিমের কাছে পেন্টাগন পুরোপুরি স্বচ্ছ বলেও দাবি করেন ক্রিস্টোফার।