সীমান্তে পাল্টা হামলা, বিজিবির গুলিতে ভারতীয় নিহত
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এখন নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ মাহমুদ।
তিনি জানান, সোমবার গভীর রাতে একদল চোরাকারবারিকে ধাওয়া করে সূর্যপুর বিওপি বিজিবির টহল দল। এসময় উভয়পক্ষের গোলাগুলিতে এক বিজিবি সদস্য আহত হন।
এদিকে সূর্যপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার ওবায়দুর রহমান বলেছেন, ‘চোরাকারবারি দলকে ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। উভয়পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে একজন ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছেন।’
লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ মাহমুদ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।