ঠোঁট শুষ্ক হতে শুরু করেছে, যা করবেন

0

শীতে এমনিতেই আমাদের ত্বক শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন হয়ে যায়। আর শীতের আগেই ঠোঁটের শুষ্কতা জানান দেয়।

চেইন খুলে ক্লচ ব্যাগটার ভেতরে হাত ঢুকিয়ে এধার-ওধার খুঁজে পেট্টোলিয়াম জেলির ছোট্ট কৌটাটা বের করে আঙুলের ছোঁয়াতে ঠোঁটে মাখা হয়। ব্যাগে সবসময় থাকে ওটা, কারণ হেমন্তেই অনেকের ঠোঁট শুষ্ক হতে শুরু করেছে।  গোলাপের পাপড়ির মতো ঠোঁটের কোমলতা ধরে রাখতে আজ থেকেই আমাদের যত্ন নিতে হবে।  

যা করতে হবে 
•    ঠোঁট মসৃণ করতে দুধের সর, মধু ও চিনি দিয়ে প্রতিদিন মাত্র দুই মিনিট ম্যাসাজ করুন। পাবেন চমৎকার ফল।

•    গোলাপি ঠোঁটের জন্য গোলাপ ফুলের পাপড়ি চটকে নিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন, পাঁচ মিনিট পর ধুয়ে নিন

•    আমাদের শরীর আর্দ্র থাকলে ঠোঁটও শুষ্ক হবে না। এজন্য প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করুন  

•    অলিভ বা আমন্ড অয়েল ঠোঁটে মেখে রাতে ঘুমাতে যান

•    ঠোঁট শুষ্ক লাগলে কখনোই জিভ দিয়ে ভেজাবেন না, সঙ্গে লিপবাম রাখুন। কয়েকঘণ্টা পরপর লাগিয়ে নিন

•    শীতের সময় অবশ্যই ম্যাট নয়, ময়েশ্চারাইজার সমৃদ্ধ লিপস্টিক ব্যবহার করুন।  

ভিটামিন সি সমৃদ্ধ ফল কমলা, আমলকি খান আর প্রতিদিন ঠোঁটের একুট যত্ন নিন। এতেই মিষ্টি হেসে শীতকে স্বাগত জানাতে পারবেন।  

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com