রাম চরণ করোনা আক্রান্ত
দক্ষিণ ভারতীয় অভিনেতা রাম চরণ তেজা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে তার কোনো শারীরিক জটিলতা নেই এবং তিনি নিজ বাসাতেই কোয়ারেন্টিনে রয়েছেন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাম চরণ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন।
টুইটারে এই তেলেগু সুপারস্টার লেখেন, ‘আমার কোভিড-১৯ পরীক্ষা পজিটিভ এসেছে। কোনো লক্ষণ নেই এবং আমি বাসায় কোয়ারেন্টিনে আছি। আশা করছি শিগগিরই সুস্থ হয়ে উঠবো এবং আরও শক্তিশালী হয়ে ফিরব। ’
এছাড়া গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছেন তাদের টেস্ট করতে অনুরোধও করেন এই তারকা।
গত ২২ ডিসেম্বর পর্যন্ত রাম চরণ এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায় শুটিং করেছেন। একই সময় তিনি সুস্মিতা কোনিডিলার ওয়েব সিরিজ ‘শুটআউট’র প্রমোশনেও অংশ নেন।
এছাড়া বড়দিন উপলক্ষে পরিবারের সবাইকে নিয়ে ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন রাম। পার্টির ছবি সামাজিক মাধ্যমেও শেয়ার করেন তিনি। আল্লু অর্জুন, নীহারিকা কোনিডিলা, বরুণ তেজ, সাই ধর্মা তেজ, আল্লু সিরিশ এবং আল্লু ববিসহ বেশ কয়েকজন তারকাও এতে অংশ নেন।