সেমিনার করে স্বাধীনতা সংগ্রামের গৌরবময় আলেখ্য তুলে ধরবে বিএনপি

0

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির ‘সেমিনার ও সিম্পোজিয়াম কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

সভায় বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি ২০২১ সনে সারা বছরব্যাপী সেমিনার অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় আলেখ্য তথা বিগত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের সার্বিক অর্জনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনকে নতুনভাবে তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপশি বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তনসহ বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্র পুনর্নির্মাণে বিএনপির কীর্তিগাঁথা সম্বন্ধে আগামী প্রজন্মকে সচেতন করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত এই সেমিনার সিরিজের মূল উপজীব্য হিসেবে উপস্থাপন করার সিদ্ধান্তও গৃহীত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com