ইসরায়েলি সাবমেরিন ধ্বংসের হুশিয়ারি ইরানের

0

পারস্য উপসাগরে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ইসরায়েলের যে কোন সাবমেরিনকে ধ্বংস করতে দ্বিধা করবে না বলে হুশিয়ার করেছে ইরান। একইসঙ্গে অঞ্চলটিতে কোনো সাবমেরিন না পাঠাতে ইহুদিবাদী দেশটিকে সতর্কও করেছে ইরান। 

বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফাজল আমুয়ি এ হুশিয়ারি দিয়েছেন। পারস্য উপসাগরের কৌশলগত জলরাশিতে ইসরায়েল একটি সাবমেরিন পাঠাচ্ছে বলে ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে জানানোর পরই তিনি এ হুশিয়ারি দেন। 

তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই এটা জানতে হবে যে আমাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে আগ্রাসনের জবাব হবে শক্ত এবং ব্যাপক। ইসরায়েল যদি পারস্য উপসাগরে কোনো সাবমেরিন পাঠায় তাহলে ইরান তাতে আঘাত করতে কোনও রকমের দ্বিধা করবে না। 

ইরানের এক বিজ্ঞানী নিহতের ঘটনায় দেশটির সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তেল আবিব তেহরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com