এজেন্ট বের করে নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্রগুলোতে নৌকা ও কাউন্সিলরদের এজেন্ট থাকলেও বিএনপি প্রার্থীর কোনো এজেন্ট দেখা যায়নি।
অভিযোগ উঠেছে অনেক কেন্দ্রে ইভিএম মেশিনে আঙ্গুলের ছাপ নেয়ার পর ভোটারদেরকে নৌকা প্রতীকে ভোট প্রদানে বাধ্য করা হচ্ছে।
এই প্রথম শাহজাদপুর পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে বয়স্ক ও নারী ভোটারদের ইভিএমে ভোট দিতে নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে।
সাংবাদিকদের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান সজল জানান, সকাল থেকে প্রতিটি কেন্দ্রে খোঁজ নেয়া হয়েছে। কিছু কেন্দ্রে এজেন্টকে বের করে দেয়া হয়েছে আবার অনেক কেন্দ্রে এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি।
তিনি অভিযোগ করে বলেন, কাউন্সিলর প্রার্থীর ভোট হলেও মেয়র পদে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট নেয়া হচ্ছে।