পাক সেনাদের ওপর হামলা, নিহত ৭

0

পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দেশটির অন্তত সাত সেনা নিহত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলার ফ্রন্টিয়ার করপসের পোস্টে পাক সেনাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রবিবার পাক আন্ত:বাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময় হয়েছে সেনাবাহিনীর।

সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আটজন উল্লেখ করে জানান, বন্দুকধারীদের গুলিবর্ষণের পর গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী আছেন।

গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। আলজাজিরা, ডন, রয়টার্স

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com