শক্তিশালী প্রতিরক্ষা শিল্প ছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা সম্ভব নয়: তুরস্ক

0

তুরস্কের প্রতিরক্ষা শিল্পের চেয়ারম্যান ইসমাইল দামির বলেছেন, শক্তিশালী প্রতিরক্ষা শিল্প ছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক কোনো স্বাধীনতা নেই।

তুরস্কের রফতানিকারকদের নিয়ে আয়োজিত উদ্ভাবনী সপ্তাহের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দামির বলেন, তুরস্কের প্রতিরক্ষা শিল্প নিজেদের পায়ে দাঁড়াচ্ছে। এ জন্য অবশ্যই তুরস্কের স্বাধীনতার শক্তি ও বৈশ্বিক পর্যায়ে দর-কষাকষির ক্ষমতা বাড়ছে এবং আমাদের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্প বৈদেশিক নীতিনির্ধারণী পর্যায়েও সুবিধা আদায়ে বেশ বড় সুযোগ করে দিচ্ছে।

এ সময় তিনি যোগ করেন, স্বাধীন ও উন্নত প্রযুক্তি ছাড়া কখনোই একটি স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা সম্ভব নয়।

তুরস্কের প্রতিরক্ষা খাত অনেক উপ খাতে ভাগ হয়ে কাজ করে। যারা প্রযুক্তি ও উন্নয়নের নকশা এঁকে চলছে। তাই সব উপ খাতের উন্নয়নেই সরকার নজর রাখছে বলেও জানান তিনি।

তুরস্ক নিজস্ব ট্যাংক, হালকা সাঁজোয়া যানবাহন, মানুষবিহীন আকাশযান ও মিসাইলের ইঞ্জিন এবং বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা তৈরিতে কাজ করছে। দেশটি ভবিষ্যতের বৈদ্যুতিক চৌম্বকীয় এবং লেজার সিস্টেমের মতো যুদ্ধপ্রযুক্তির দিকেও মনোনিবেশ করেছে বলে জানান দামির।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com