বর্তমানে দেশে যা চলছে তা গণতন্ত্রের জন্য উপযোগী নয়: দুলু
বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমানে দেশে যা চলছে তা গণতন্ত্রের জন্য উপযোগী নয়। এ মুহূর্তে যারা বিরোধী দল করছি বা ভিন্ন মত পোষণ করছি, আমরা কথা বলতে পারছি না। আমাদের সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। আমাদের প্রার্থী ও কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছে। আমরা একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাই আমরা মনে করেছি, এ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করাটাই সবচেয়ে উপযুক্ত কাজ। সে কারণেই আমরা নির্বাচনে রয়েছি।
আন্দোলনের কৌশল হিসেবেই পৌর নির্বাচনে বিএনপি।
গতকাল সকালে শহরের বড়গাছা এলাকায় বিএনপি নাটোর পৌর শাখার এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।