কেন্দ্রীয় সরকার জনকল্যাণের জন্য এমপি তহবিলের টাকা কেড়ে নিয়েছে: অভিষেক ‍‍‍বন্দ্যোপাধ্যায়

0

সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ‍‍‍বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগে সাংসদ কোটায় প্রত্যেক এমপিকে বছরে পাঁচ কোটি টাকা করে দেওয়া হতো জনকল্যাণে ব্যয় করার জন্য। কিন্তু যখন থেকে করোনা শুরু হয়েছে, এই পাঁচ কোটি টাকা নরেন্দ্র মোদি সরকার কেড়ে নিয়েছে।’ তিনি আজ (রোববার) ডায়মন্ডহারবারের কেল্লার মাঠে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এমপি তহবিলের অর্থ বিভিন্ন এলাকায়  ছোটো ছোটো রাস্তা, টিউবওয়েল, স্কুলের পরিকাঠামো গড়ার জন্য দিতাম। কিন্তু গত মার্চ মাস থেকে নরেন্দ্র মোদি সরকার সেই টাকা কেড়ে নিয়েছে। কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। এখানেও করোনা পরিস্থিতি চলছে। এখানে যারা বিধায়ক রয়েছেন তাঁরা আজও ৭৫ লাখ টাকা করে বিধায়ক তহবিল পাচ্ছেন। এটাই হচ্ছে নরেন্দ্র মোদি এবং নরেন্দ্র মোদির মধ্যে পার্থক্য।’  

তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার পাঁচ বছর এমপিদের মাহিনা বন্ধ করে দিন। কিন্তু জনকল্যাণের জন্য যে টাকা, সেই টাকা কাড়ার অধিকার আপনাকে কে দিয়েছে? বাংলায় ৪২ জন এমপি অর্থাৎ বছরে ২২০ কোটি টাকার ফান্ড বন্ধ! এভাবে পাঁচ বছর চললে প্রায় বারোশো কোটি টাকার ফান্ড বন্ধ হয়ে যাবে।’

প্রধানমন্ত্রীর সমালোচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মোদি বাবুর প্রচারের সময়ে করোনা বাধা হয়ে দাঁড়ায় না। যখন উনি ৮ হাজার কোটি টাকা ব্যয় করে বিমান কিনছেন বিদেশ ভ্রমণ করবেন বলে, টো টো করে এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াবেন, তখন করোনা পরিস্থিতি সামনে আসে না। যখন বিজ্ঞাপনে হাজার হাজার কোটি টাকা খরচ করবেন তখন করোনা আসে না। কিন্তু মানুষের কাজের জন্য এমপি’রা যে পাঁচ কোটি টাকা করে পায় সেটা যেনতেন প্রকারে বন্ধ করতে হবে!’ গণমাধ্যম থেকে শুরু করে দেশে কেউ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে না বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com