চট্টগ্রামকে আকর্ষণীয় নগরী হিসেবে গড়ে তোলা হবে: বিএনপি প্রার্থী

0

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হলে চট্টগ্রাম নগরীকে বিশ্বের অন্যতম পর্যটন নগরী হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

শনিবার সন্ধ্যায় নগরীর ৩৭ নং উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ডের দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাসেম বক্কর। এতে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, মনজুর আলম মনজু, সাদেক হাসান মুরাদ, ওসমান গনি এবং অ্যাডভোকেট মোহাম্মদ শাহীন প্রমুখ।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘প্রয়োজনীয় উদ্যোগ নিলে চট্টগ্রামকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় এবং নন্দিত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। নির্বাচনে বিজয়ী হলে নগরীকে বিশ্ব নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে সার্বিক সহায়তা দেয়া হবে। সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও স্বাস্থ্যকর নগরী হবে চট্টগ্রাম।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com