৮ কোটির মাইলফলক ছাড়াল করোনা সংক্রমণ
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বেশ কয়েকটি দেশে দ্বিতীয় ঢেউ লেগেছে কোভিড ১৯-এর। আবার ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশে করোনার নতুন ধরন দেখা দিয়েছে। এ নিয়ে আতঙ্কের মধ্যে ইতিমধ্যে মাইলফলক ছাড়িয়ে গেছে করোনা রোগীর শনাক্তের সংখ্যা।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৬৪ হাজার। এ তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, রোববার বেলা ১টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৭ লাখ ২৭ হাজার ৮৬৫ জন। করোনায় মৃত্যু হয়েছে ১৭ লাখ ৬৪ হাজার ৭৯৪ জনের। আর সেরে উঠেছেন ৫ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৩৯৮ জন।
আর যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৩ লাখ ৩১ হাজার ৯৪০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ লাখ ৫৭ হাজার ৩৭১ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার ২৩৩ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৯ লাখ ৮২ হাজার ৬৩৩ জন। আর এই মহামারীতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৯০৯ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৬৫ হাজার ৮০৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭৯৫ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ৬৯ হাজার ১১৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৪৩ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩ দেশ ও অঞ্চলে করোনার বিস্তার ঘটেছে। ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।