জিয়াউর রহমান জনতার আত্মার আত্মীয়, ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলা যাবে না: গয়েশ্বর

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাতি ঐক্যবদ্ধ হলে দেশে গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে। তিনি বলেন, এই সরকারকে হটাতে হলে দলের ভেতরে বিভেদ চলবে না, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

গতকাল শনিবার দুপুরে কৃষক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘জাতি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে দেশ থাকবে, দেশের সার্বভৌমত্ব থাকবে। জাতি ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে। গণতন্ত্র যদি নিশ্চিত করতে পারি তাহলে শুধু খালেদা জিয়া ও তারেক রহমান কেন, দেশের ১৮ কোটি মানুষই মুক্তি পাবে, দেশেই থাকবে, দেশেই আসবে, স্বাধীনভাবে চলবে, জনগণের পাশে থাকবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যতটুকু করছেন, এখন আসুন বাকি দায়িত্বটা আমরা অকৃত্রিমভাবে আন্তরিকভাবে সমাধান করি এবং আন্দোলনের মাধ্যমে দেশটাকে মুক্ত করি।’

মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সত্যকে স্বীকার করার জন্য যে সৎসাহসের প্রয়োজন সেটা আওয়ামী লীগের নেই। জিয়াউর রহমান যখন স্বাধীনতার ডাক দিয়েছেন তখন আওয়ামী লীগের নেতারা সবাই অবলোক মস্তকে বিনা প্রতিবাদে, বিনা প্রশ্নে তার সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধে অংশ নিয়েছেন। কেন তাকে প্রশ্ন করেনি- আপনি কে? কারণ জনগণের মনের কথা জিয়াউর রহমান বলেছেন। সেজন্য জিয়া এদেশের কোটি জনতার আত্মার আত্মীয়। মুছে ফেলার চেষ্টা চলে কিন্তু মুছা যায় না। এই ঐতিহাসিক সত্য কখনো মুছা যায় না। কাউকে নায়ক মহানায়ক বানানো যায় এবং ভালো চলচিত্রকার হলে সেটাকে একটা ছবি আকারে পর্দায় ঠেকানো যায়, সেই নায়কের কর্মকাণ্ড দেখে মানুষ আবেগ আপ্লুত হয়, চোখে পানিও ফেলে। কিন্তু সেটা গল্প, সেটা তো নাটক, সেটা সিনেমা। সেটা তো ইতিহাস না। হিস্টি অলওয়েজ ফ্যাক্ট। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, তার আবির্ভাব, তার কর্মকাণ্ড প্রতিটি ফ্যাক্ট, গল্প না। সে কারণে তিনি একটি ইতিহাস।’

আওয়ামী লীগ দেশকে বিভক্ত করছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com