মেলবোর্নে জোন্সকে স্মরণ
মাত্র ৫৯ বছর বয়সেই না ফেরার দেশে যান অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডিন জোন্স। গত ২৪ সেপ্টেম্বরের ঘটনা। মুম্বাইয়ে আইপিএলের ধারাভাষ্য দিতে গিয়েছিলেন ‘সুস্থ’ জোন্স। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তার এভাবে চলে যাওয়ার খবর শুনে শোকে পাথর হয়ে গিয়েছিল পুরো ক্রিকেট দুনিয়া। বিশ্বের নানা প্রান্তে নানাভাবে স্মরণ করা হয়েছে অস্ট্রেলিয়ান এই কিংবদন্তিকে।
এবার জোন্সকে শ্রদ্ধা জানানো হলো তার প্রিয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।শনিবার (২৬ ডিসেম্বর) ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বক্সিং ডে টেস্টের চা বিরতির সময় প্রয়াত এই ক্রিকেটারকে তার খেলা ২২ গজে ভিন্নভাবে স্মরণ করা হয়।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার, ডিন জোন্সের স্ত্রী জেন, দুই মেয়ে অগাস্টা ও ফোয়েবে জোন্সের ব্যবহৃত ব্যাট, ব্যাগি গ্রিন ক্যাপ ও কুকাবুরা বল নিয়ে মাঠে প্রবেশ করেন এবং সেগুলি স্ট্যাম্পের উপর রাখেন।
এ সময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে জোন্সের তরুণ বয়সের ছবি। যাতে লেখা ছিল, ‘ডিনোকে শ্রদ্ধা : ১৯৬১-২০২০’।