চীন ও পাকিস্তানের যৌথ আকাশ মহড়া শাহীন-৯ সম্পন্ন

0

দুই দেশের নিরাপত্তা মোকাবেলায় চীন ও পাকিস্তান যৌথ আকাশ মহড়া শাহীন-৯ সম্পন্ন করেছে। দেশ দুটির বিমানবাহিনীর অংশগ্রহণে মহড়াটি সম্পন্ন হয়।

পাকিস্তান বিমানবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এর আগে বুধবার পাকিস্তান বিমানবাহিনীর ঘাঁটিতে এ মহড়াটি শুরু হয়। দুই বন্ধু দেশের বিমান মহড়ায় অংশগ্রহণ করে পিপলস লিবারেশন আর্মি বিমান বাহিনী (পিএলএএএফ) এবং পাকিস্তান বিমানবাহিনী। এই মহড়াটি এক বছর পাকিস্তান ও পরের বছর চীনে হয়ে থাকে।

এ সময় পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল (এসিএম) মুজাহিদ আনোয়ার খান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামাবাদে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত নং রং।

চীনা রাষ্ট্রদূত তার বক্তব্যে আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশ ও দুই দেশের সশস্ত্র বাহিনীর সহযোগিতার বিষয়ে আহ্বান জানিয়েছেন।

পরবর্তী আকাশ মহড়া শাহীন দশম ২০২১ সালে চীনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com