ইস্তানবুল-তেহরান-ইসলামাবাদ রেললাইনের কাজ শীঘ্রই শুরু হচ্ছে

0

তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ট্রেন যোগাযোগ চালু করতে ইরানের মধ্য দিয়ে ত্রিদেশীয় রেললাইন নির্মাণের কাজ শুরু হচ্ছে আগামী বছর থেকে।

তুরস্কের যোগাযোগমন্ত্রী আদিল কারাইসমাইলগ্লু ইস্তানবুল, তেহরান ও ইসলামাবাদ (আইটিআই) রেল প্রকল্প নামে পরিচিত এ রেল রুটের ব্যাপারে গণমাধ্যমকে জানিয়েছেন।

ইস্তানবুলে সম্প্রতি ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের সভায় এ রেললাইন নির্মাণ প্রকল্প কাজ নিয়ে আলোচনা করে তুরস্ক।

সাড়ে ছয় হাজার কিলোমিটারের এ রেললাইনের দুই হাজার ৬০০ কিলোমিটার পড়েছে ইরানের মধ্যে, এক হাজার ৯৫০ কিলোমিটার তুরস্কে এবং পাকিস্তানের মধ্যে পড়েছে এক হাজার ৯৯০ কিলোমিটার।

২০০৯ সাল থেকে এ আইটিআই রেললাইন প্রকল্প নিয়ে আলোচনা চলছিল।

তুরস্ক আরও জানায়, নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানে হেলিকপ্টার বিক্রি করার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com