ইস্তানবুল-তেহরান-ইসলামাবাদ রেললাইনের কাজ শীঘ্রই শুরু হচ্ছে
তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ট্রেন যোগাযোগ চালু করতে ইরানের মধ্য দিয়ে ত্রিদেশীয় রেললাইন নির্মাণের কাজ শুরু হচ্ছে আগামী বছর থেকে।
তুরস্কের যোগাযোগমন্ত্রী আদিল কারাইসমাইলগ্লু ইস্তানবুল, তেহরান ও ইসলামাবাদ (আইটিআই) রেল প্রকল্প নামে পরিচিত এ রেল রুটের ব্যাপারে গণমাধ্যমকে জানিয়েছেন।
ইস্তানবুলে সম্প্রতি ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের সভায় এ রেললাইন নির্মাণ প্রকল্প কাজ নিয়ে আলোচনা করে তুরস্ক।
সাড়ে ছয় হাজার কিলোমিটারের এ রেললাইনের দুই হাজার ৬০০ কিলোমিটার পড়েছে ইরানের মধ্যে, এক হাজার ৯৫০ কিলোমিটার তুরস্কে এবং পাকিস্তানের মধ্যে পড়েছে এক হাজার ৯৯০ কিলোমিটার।
২০০৯ সাল থেকে এ আইটিআই রেললাইন প্রকল্প নিয়ে আলোচনা চলছিল।
তুরস্ক আরও জানায়, নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানে হেলিকপ্টার বিক্রি করার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না।