ফিলিস্তিনের গাজাকে ঘিরে ইসরাইলি বাহিনীর ভয়ংকর পরিকল্পনা ফাঁস

0

পশ্চিম তীরে গাজা উপত্যকাকে ঘিরে ইসরাইলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আভিভ কোচাবির একটি পরিকল্পনা ‘ফাঁস’ হয়েছে।

ওই পরিকল্পনায় তিনি বলেছেন, তার পরবর্তী টার্গেট অবরুদ্ধ গাজা। সেখান ইসরাইলি ভূখণ্ডে যে কোনো ধরনের আক্রমণ হলে প্রতিদিন ৩০০ ফিলিস্তিনি যোদ্ধা হত্যা করা হবে। এতে করে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসের প্রতিরোধ ব্যবস্থা ভেঙ্গে যাবে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডেল ইস্ট মনিটর। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি গোয়েন্দারা অবশ্য এ ধরনের অভিযান পরিচালনার ব্যাপারে আশাবাদী নয়।

তবে মিডিয়া রিপোর্ট ও বিশ্লেষকরা এ ব্যাপারে বলছেন যে, গাজা থেকে চালানো হামলা মোকাবেলায় গভীরভাবে প্রশিক্ষণ নিচ্ছে ইসরাইলি বাহিনী।

পরিকল্পনায় আরো বলা হয়েছে যে, এর আগে হামলা বা যুদ্ধের ক্ষেত্রে অনেক সময় এক মাসের বেশি সময় ধরে মোকাবেলা করা হতো।

তবে ইসরাইলি সেনাবাহিনীর টার্গেট হলো- পরবর্তী হামলা হবে অল্প সময়ের এবং এর মধ্যেই আগের মতো ক্ষয়ক্ষতি হবে।

মিডেল ইস্ট মনিটর ইসরাইলি সেনাবাহিনীর কাছে এখন বিবেচ্য বিষয় হলো- গাজাকে আরো অবরুদ্ধ করা অথবা হামাসের শাসনের অবসান ঘটানো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com