পুলিশের সাথে ধস্তাধস্তি, অস্ত্রসহ মেয়র প্রার্থী যুবলীগ নেতা আটক

0

ফরিদগঞ্জে দেশীয় অস্ত্রসহ নৌকার মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য মেয়র প্রার্থী ও যুবলীগ নেতা মাকসুদুল বাশার বাঁধন পাটোয়ারীকে (৪২) আটক করেছে পুলিশ। এ সময় তার সাথে ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় বাঁধনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাকু ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

মো: শাহাবুদ্দিন জানান, ‘আমি একটি মাছের খামারের তত্ত্বাবধায়ক। বাঁধন পাটোয়ারী তার মাছের ঘেরে পানি নেয়ার জন্য আমার মাছের ঘেরের বাঁধ কেটে দেন। পরে আমি প্রতিবাদ করলে তিনি আমাকে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় আমার খামারের মালিক বাবুল পাটোয়ারীর ভাই ছালাউদ্দিন বাঁধন পাটোয়ারীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।’

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদ হোসেন জানিয়েছেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ বাঁধনকে আটক করেছে। আটক করতে গিয়ে আমার দুই পুলিশ আহত হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। এছাড়াও ছালাউদ্দিন নামের এক ব্যক্তি বাঁধনের বিরুদ্ধে একটি মামলা দিয়েছেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com