নেইমার-এমবাপ্পেদের কোচ টুখেল বরখাস্ত

0

বড়দিনের ছুটিতে যাওয়ার আগে দলকে দুর্দান্ত এক জয় এনে দিয়েও চাকরি হারালেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ টমাস টুখেল। গত বুধবার (২৪ ডিসেম্বর) রাতে স্ট্রাসবার্গকে ৪-০ গোলে উড়িয়ে দেয়ার রাতে ম্যাচের শেষ ১২ মিনিটেই ৩ গোল পায় পিএসজি। 

ম্যাচ জয়ের পরদিনই অর্থাৎ গতকাল বৃহস্পতিবার টুখেলের সঙ্গে পিএসজি চুক্তি বাতিল করেছে বলে জার্মাণ পত্রিকা বিল্ড ও ফরাসি পত্রিকা লেকিপে’র খবরে জানানো হয়েছে। 

ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমে বাজে শুরু ও ধারাবাহিকভাবে ভালো খেলতে না পারার কারণে নেইমার-এমবাপ্পেদের এই কোচকে বরখাস্ত করা হয়েছে বলে পিএসজির প্রেসিডেন্ট নাসেল আল খেলাইফি জানিয়েছেন। 

প্রায় আড়াই বছর ধরে পিএসজির শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা টুখেলের অধীনে শেষ ৭ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে পিএসজি, ২টি ড্র ও ১টি হার। চলতি মৌসুমে ১৭ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে ৩ নম্বরে নেমে গেছে প্যারিস জায়ান্টরা। সমান ৩৬ পয়েন্ট নিয়ে পিএসজির উপরে আছে অলিম্পিক লিও ও লিঁলে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com