আ.লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হলে সীমান্ত হত্যার প্রতিবাদ করতো: বিএনপি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভারতীয় হাইকমিশনারকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রাখিবন্ধনে আবদ্ধ। কিন্তু কালকেই ময়মনসিংহের হালুয়াঘাটে এক বাংলাদেশিকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করে। লালমনিরহাটেও একজন নারীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ওবায়দুল কাদের সাহেব যদি জনগণের ভোটে মন্ত্রী হতেন তাহলে এ ঘটনার প্রতিবাদ জানাতেন।
তিনি দ্বিতীয় দিনের মতো কুড়িগ্রামে পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম বেবুর ধানের শীষের পক্ষে কুড়িগ্রাম শহরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ কথা বলেন।