পাট-চিনিকল বন্ধের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ শনিবার
পাটকল ও চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলসহ নয় দফা দাবিতে আগামী শনিবার (২৬ ডিসেম্বর) দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ করবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্কপের মুখপাত্র ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেনারেল সেক্রেটারি এসএম আহসান হাবিব বুলবুল।
তিনি বলেন, নয় দফা দাবিতে স্কপ দেশের বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও শিল্পাঞ্চলে ২৬ ডিসেম্বর বিক্ষোভ ও সমাবেশ করবে। তাদের কর্মসূচি সফল করতে সারাদেশে স্কপভুক্ত শ্রমিক ফেডারেশনগুলোর নেতৃবৃন্দের প্রতি সর্বোচ্চ উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
স্কপের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- পাটকল ও চিনিকল আধুনিকায়ন করা, প্রতিটি শিল্প এলাকায় পূর্ণাঙ্গ শ্রমিকদের তালিকা প্রণয়ন করে তাদের সহায়তার ব্যবস্থা করা, সব শ্রমিকের সুরুক্ষা নিশ্চিত করা, শিল্প কারখানায় ছাঁটাই বন্ধ করা, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বিশেষ দুর্যোগ ভাতা, ঝুঁকি ভাতা দেয়ার ব্যবস্থা করা প্রমুখ।