করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ: মির্জা ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১০ মাসেও সরকার করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের গতি মারাত্মক রূপ নিয়েছে। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাজ্যে করোনা বহুগুণ শক্তিশালী হয়ে আঘাত হানছে, সেখানকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক। এই কারণে লন্ডনের সঙ্গে অন্যান্য দেশ বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। কিন্তু ঢাকা-লন্ডন দেশি-বিদেশি এয়ারলাইনসের বিমান চালু রয়েছে। এটি বর্তমান গণবিরোধী সরকারের ধারাবাহিক অমানবিক ও বিবেকবর্জিত কর্মকান্ডেরই অংশ।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকার করোনা আক্রমণের শুরু থেকেই ভ্রুক্ষেপহীন থেকেছে। বাংলাদেশে করোনা আঘাত হানার শুরু থেকেই তা মোকাবিলায় সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আইসিইউ বেড, অক্সিজেন এবং ভেন্টিলেটরসহ করোনা সংশ্লিষ্ট অন্যান্য মেডিকেল সরঞ্জামাদির অভাবে আক্রান্ত মানুষ ভয়ানক কষ্ট পাচ্ছে।

বিনা চিকিৎসায় মৃত্যুকে আলিঙ্গন করতে হচ্ছে। দেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই এই সরকারের কাছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com