সিরাজ শিকদারসহ অসংখ্য মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ: বিএনপি

0

ইভিএম পদ্ধতিকে ভোট জালিয়াতির অভিনব পদ্ধতি বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘ইভিএমে দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে হ্যাক করার সুযোগ থাকে। সরকার সুষ্ঠু নির্বাচন দেয় না। গণতন্ত্র ধ্বংস করার জন্য ভোট, নির্বাচন কমিশন সব দলীয় করেছে।’

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মাইনাস টু ফর্মূলার সাথে ওবায়দুল কাদেরও বিচ্যুৎ ছিলেন না। তার মনের পীড়া নিবৃত্ত করার জন্য তিনি বিএনপি’র ওপর অভিযোগ দিচ্ছেন। সরকারে যারা দলীয় প্রার্থী থাকে তাদের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নানা ধরনের সুযোগ সুবিধা প্রশাসন থেকে দেয়া হয়।’

ইভিএম পদ্ধতির নেতিবাচক দিক নিয়ে রিজভী বলেন, ‘সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এতবড় নির্বাচন হয়ে গেল সেখানেও কিন্তু ইভিএম মেশিনের প্রচলন সেখানে হয়নি। অন্যান্য দেশে যারা চালু করেছিল তারাও বন্ধ করেছে এবং জার্মানে কোর্টে এ ব্যাপারে একটি মামলা আছে।’

সম্প্রতি মুক্তিযোদ্ধা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ নিয়ে দ্বন্দ্ব চলছে। মুক্তিযোদ্ধাদের শোকজ করা হয়েছে। এসমস্ত কথাবার্তা তিনি বলেছেন। আমার কথা ওবায়দুল কাদের সাহেব আপনারা ৭২-৭৫ সালে ক্ষমতায় ছিলেন। সিরাজ শিকদার কি রাজাকার ছিল। আপনাদের ক্ষমতায় থাকার সময় মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করেছেন আপনারা। আপনারা জাসদ সর্বহারা পার্টির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছেন। মুক্তিযোদ্ধা হত্যা শুরুই করেছে এই আওয়ামী লীগ। তারা বড় বড় কথা বলছেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com