শাকিবকে আমার ‘নায়কই মনে হয় না’: আফ্রি

0

গোটা ঢালিউড যাকে ছাড়া এক কথায় বলা যায় ‘অচল’, নাম্বার ওয়ান অভিনেতা সেই শাকিব খানকে ‘নায়কই মনে হয় না’ মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনার!

এক যুগেরও বেশি সময় ধরে ঢাকাই চলচ্চিত্রে রাজত্ব করা শাকিব খান সম্পর্কে সম্প্রতি এক টেলিভিশন টক শো’তে এমন সাহসী মন্তব্য করেন আফ্রি।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ও সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় চ্যানেল আই’য়ের বিশেষ টক-শো ‘৩০০ সেকেন্ড’-এ হাজির হয়ে তিনি এমন বোমা ফাটান। 

‘জনপ্রিয় এমন একজন নায়কের নাম বলুন যাকে আপনার নায়কই মনে হয় না’- উপস্থাপকের এমন প্রশ্নে আফ্রির সোজা উত্তর, ‘শাকিব খান’।

আফ্রির এমন মন্তব্যে ব্যাপক চটেছেন শাকিব ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল তর্ক-বিতর্ক চলছে। এরইমধ্যে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন আফ্রি।

ওই অনুষ্ঠানে বাংলাদেশি ও কলকাতার দর্শকদের রুচিগত পার্থক্য নিয়ে আফ্রি বলেন, ‘দুদেশের দর্শকদের পার্থক্য তো অবশ্যই আছে। কলকাতার দর্শকরা একটা জিনিস আগে দেখে তারপর মন্তব্য করে। কিন্তু বাংলাদেশের দর্শকরা না দেখেই মন্তব্য শুরু করে দেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com