টিকার সুষম বণ্টন না হলে করোনায় মৃত্যু দ্বিগুণ হতে পারে: বিশেষজ্ঞদের সতর্কতা
বিশ্বব্যাপী করোনার টিকার সুষম বণ্টন না হলে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি চীনা টেলিভিশন নেটওয়ার্ক—সিজিটিএন আয়োজিত এক প্যানেল আলোচনায় এই সতর্ক করেন বিশেষজ্ঞরা।
আলোচনায় বলা হয়, করোনার বৈশ্বিক মহামারি মোকাবিলায় ভ্যাকসিন কর্মসূচিতে রাজনীতির চেয়ে বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া উচিত।
এদিকে, যুক্তরাজ্যে আগের চেয়ে ৭০ ভাগ বেশি সংক্রমক করোনার নতুন স্ট্রেইন বা ধরন সারা বিশ্বের জন্যই বড় উদ্বেগের কারণ বলে সতর্ক করেছেন ল্যানক্যাস্টার বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞ মো. মুনির।
বিশ্বব্যাপী বড়দিন ও নতুন বছরের নানা উৎসবের কারণে করোনার সংক্রমণ আরো বেশি হতে পারে, তাই রাজনীতিকে উপেক্ষা করে টিকার সুষম বন্টনের কোনো বিকল্প নেই বলে মত দিয়েছেন আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের মহাপরিচালক জেরোমি কিম।