টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্টের বিরুদ্ধে হেফাজতে ইসলামের প্রতিবাদপত্র
টাইমস অব ইন্ডিয়ায় গত ১৭ ডিসেম্বর ‘বাংলাদেশে ইসলামপন্থী চরমপন্থার উত্থানে উদ্বিগ্ন ভারত’ প্রকাশিত রিপোর্টের বিরুদ্ধে প্রতিবাদপত্র পাঠিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। টাইমস অব ইন্ডিয়ার এডিটর-ইন-চিফ বরাবর এ প্রতিবাদপত্রটি পাঠানো হয়েছে।
প্রতিবাদপত্রে হেফাজতে ইসলাম বাংলাদেশ উল্লেখ করে, ‘বাংলাদেশের বিদ্যমান রাজনীতি ও জনজীবন সম্পর্কে অবহিত এমন যেকারো কাছে মনে হবে এটি উদ্দেশ্যমূলকভাবে লেখা হয়েছে এবং রিপোর্টটিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ধর্মীয় প্লাটফর্ম হেফাজতে ইসলাম সম্পর্কে ভুল ধারণা সুস্পষ্ট। সেখানে দুঃখজনকভাবে হেফাজতের নতুন নির্বাচিত আমির আল্লামা জুনাইদ বাবুনগরী শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো ভেঙেছেন বলে দাবি করা হয়েছে। এমন উদ্দেশ্যপূর্ণ দাবি কোনোভাবেই সত্য নয় এবং এক্ষেত্রে কোনো বাস্তবভিত্তিক তথ্য বা বিশ্বাসযোগ্য রেফারেন্সও উল্লেখ করা হয়নি।’
প্রতিবাদপত্রে আরো বলা হয়, ‘যদি এটা সত্য হতো, তাহলে প্রশ্ন আসে বাংলাদেশের মূলধারার কোনো মিডিয়ায় কেন এমন অভিযোগ আসেনি? অন্যদিকে, বাস্তবতা হলো এর সম্পূর্ণ বিপরীত। কারণ, গত ৫ ডিসেম্বর বাংলাদেশের কুষ্টিয়া জেলায় শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার ঘটনার পর হেফাজতের বর্তমান যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক জোরালোভাবে এমন কাজের নিন্দা জানিয়েছেন এবং তিনি একইসাথে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করেছেন আমাদের স্বাধীনতাযুদ্ধের একজন মহানায়ক হিসেবে এবং একজন গুণবান মুসলিম ব্যক্তিত্ব হিসেবে।’
হেফাজতে ইসলাম উল্লেখ করে, ‘এটা খুবই দুঃখজনক যে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে ভুল তথ্য, মিথ্যাচার ও ঘৃণাপূর্ণ প্রপাগান্ডা প্রচারের জন্য আপনার প্রসিদ্ধ সংবাদপত্রকে ব্যবহার করা হচ্ছে। আমরা জানি, টাইমস অব ইন্ডিয়া ভারতের লিডিং সংবাদপত্রগুলোর মধ্যে অন্যতম। এ কারণে আমরা আশা করি আপনার পত্রিকাটি রিপোর্টিং ও কভারেজের ক্ষেত্রে আরো পেশাদার, নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ হবে, আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করবে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি পিওপল-টু-পিওপল সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে সক্ষম হবে।’
হেফাজতে ইসলাম আরো উল্লেখ করে, ‘এছাড়া ওই রিপোর্টটি আমাদের সংগঠনকে ‘চরমপন্থী দল’ হিসেবে আখ্যা দিয়েছে। এমন অমানবিক ভাষা সরাসরি ‘ওয়ার অন টেরর’ -এর ভোকাবুলারি থেকে ধার করা হয়েছে। আমরা হেফাজতের জন্য এমন অনুপযুক্ত পরিভাষা ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা একটি অরাজনৈতিক ও সামাজিক ধর্মীয় সংগঠন। আমরা ইসলামোফোবিয়া এবং উপনিবেশিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইস্বরূপ শান্তিপূর্ণভাবে জনগণের ঈমান-আকিদা ও নৈতিকতা সংরক্ষণের লক্ষ্যে কাজ করি।’
প্রতিবাদপত্রে দাবি করা হয়, ‘আপনার ওই আপত্তিকর রিপোর্টটির কারণে আমাদের সংগঠনের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই আপনার পত্রিকায় আমাদের এই প্রতিবাদপত্রটি সম্পূর্ণ প্রকাশ করে আপনার পাঠকদের মধ্যে আমাদের সংগঠন সম্পর্কে প্রচারিত ভুল ধারণা দূর করার অনুরোধ রইলো।’
প্রেস বিজ্ঞপ্তি