চার বছরে ইরানের বিরুদ্ধে ১৫ হাজার মার্কিন নিষেধাজ্ঞা

0

ইরানের বিরুদ্ধে গত চার বছরে ১৫ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২২ ডিসেম্বর) জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ দাবি করেন। 

জাতিসংঘে মাজিদ রাভাঞ্চি বলেন, ইরানের বিরুদ্ধে গত চার বছরে ১৫ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করলেও পারমাণবিক চুক্তি বাস্তবায়নের ব্যাপারে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়া সত্বেও করোনা মহামারির বিরুদ্ধে ইরান যখন কঠোর লড়াই করছে তখনো যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তা কার্যকরে সহযোগিতা করেছে ইউরোপ।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানি ২০১৫ সালে স্বাক্ষরিত ওই চুক্তিতে ইরানকে পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার শর্তে তাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিল। 

কিন্তু তার তিন বছর না যেতেই দীর্ঘ দেন দরবারের পর করা ওই চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। খবর ইরনা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com