ভেঙে দেয়া হয়েছে ইসরাইলের সংসদ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

0

ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেট ভেঙে দেয়া হয়েছে। বাজেট পাস নিয়ে চরম রাজনৈতিক দ্বন্দ্ব দেখা দেয়ার কারণে গতকাল (মঙ্গলবার) সংসদ ভেঙে দেয়া হয়।

এর ফলে সেখানে আগামী জাতীয় নির্বাচনের প্রশ্ন দেখা দিয়েছে। আগামী ২৩ মার্চের মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যদি তাই তাহলে গত দুই বছরের কম সময়ের মধ্যে ইসরাইলে চতুর্থ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

নেসেটে বাজেট পাসের জন্য তোলা একটি বিল প্রত্যাখ্যাত হওয়ার পর সংসদ ভেঙে দেয়া হয়। এর আগে নেতানিয়াহুর জোটের প্রধান অংশীদার এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গান্তজ প্রধানমন্ত্রীকে অসততা ও ব্যক্তিগত প্রয়োজনকে অগ্রাধিকার দেয়ার জন্য অভিযুক্ত করেন।

সংসদ ভেঙে দেয়ার কারণে ২৩ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং এমন একটি সময় এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন করোনাভাইরাসের মহামারী নতুন করে জোরদার হচ্ছে। পাশাপাশি নেতানয়িাহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা জোরদার হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com