ক্লান্তি কাটিয়ে ফ্রেশ লুক মাত্র পাঁচ মিনিটে

0

সারাদিন ঘরে-বাইরে কাজ শেষে ফিরে খুব ক্লান্ত লাগছে, আবার এখনই যেতে হবে কোনো অনুষ্ঠানে। এদিকে ত্বকের ক্লান্তিভাব কাটিয়ে তৈরি হতে অনেক সময় প্রয়োজন, এটা ভেবে আরও ক্লান্ত লাগছে? একদমই না।মাত্র পাঁচ মিনিট দিন, আর জাদু দেখুন।   

ঝটপট ফ্রেশ লুকের জন্য জেনে নিন কিছু সহজ কৌশল: 

•    ক্লান্ত ত্বক নিমেষে তরতাজা করতে গোলাপজলে তুলা ভিজিয়ে সারা মুখে চেপে চেপে লাগিয়ে নিন
•    দই আর মধু দিয়ে একটা ফেসপ্যাক বানিয়ে মুখে তিন মিনিট পর ধুয়ে ফেলুন
•    চোখের পাতা আর চিকবোনের ওপর সামান্য পেট্রোলিয়াম জেলির ছোঁয়াই আপনাকে উজ্জ্বল করে তুলতে পারে
•    চোখ থেকে ক্লান্তি ঢেকে দিন মাস্কারার প্রলেপে
•    পরিষ্কার কাপড়ে এক টুকরো বরফ মুখে হালকা করে ঘষে নিন মুহূর্তের মধ্যে ক্লান্তি দূর হবে 
•    মুখ বেশি ক্লান্ত লাগছে মনে হলে চুলটা খোলা রাখুন৷ খোলা চুল আপনার মুখের চারপাশে ফ্রেমের মতো ঘিরে থাকলে ক্লান্তভাব অতটা চোখে পড়বে না৷

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com