ড্রাগনফ্লাই ক্লাব থেকে গ্রেফতার রায়না, সাথে ছিলেন হৃতিকের সাবেক স্ত্রী
করোনা বিধি না মেনে ক্লাবে অবস্থান করায় ভারতের সাবেক ব্যাটসম্যান সুরেশ রায়নাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। সোমবার গভীর রাতে মুম্বাই বিমানবন্দরের কাছে ড্রাগনফ্লাই ক্লাবে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় রায়নাসহ গায়ক গুরু রানধাবা এবং হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজানা খানকে।
করোনার কারণে মুম্বাইয়ে কার্ফু জারি করেছিল মহারাষ্ট্র সরকার। ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছিল তারা। নতুন বছরকে মাথায় রেখে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি অবধি করোনা রুখতে বেশ কিছু নিয়ম করে দিয়েছে মহারাষ্ট্র সরকার। সেই নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিল ক্লাব। সেখানেই ছিলেন রায়নাসহ অন্যরা।
তাদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পরবর্তীতে জামিনে মুক্ত পান রায়না।