তিন জামায়াত কর্মীর মৃত্যুতে আমীরের শোক

0

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সদস্য (রুকন) ও কোটচাঁদপুর উপজেলার জগদিশপুর গ্রামের বাসিন্দা কাওছার আলী গতকাল সোমবার সকাল পৌনে ১০টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। সোমবার বাদ মাগরিব জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

কাওছার আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান মঙ্গলবার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, কাওছার আলীকে (রাহিমাহুল্লাহ) আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

শোক সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পূর্ব সাংগঠনিক জেলার সোনাতলা উপজেলা শাখার সাবেক আমীর মো: জিল্লুর রহমান মঙ্গলবার পৌনে ১টায় বার্ধক্যজনিত কারণে ১০৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আগামীকাল বুধবার সকাল ১০টায় গারামারা নামক গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শোকবাণী

মো: জিল্লুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান মঙ্গলবার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মো: জিল্লুর রহমানকে (রাহিমাহুল্লাহ) আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

শোক সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার ফরিদপুর উপজেলা শাখার সদস্য (রুকন) দিঘুলিয়া গ্রামের বাসিন্দা মাওলানা আবদুর রউফ সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মঙ্গলবার বেলা আড়াইটায় দিঘুলিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হয়েছে। জানাজায় পাবনা জেলা শাখা জামায়াতের সেক্রেটারি, সাংগঠনিক সেক্রেটারি, অডিট সেক্রেটারি, ফরিদপুর উপজেলা শাখার আমীরসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোকবাণী

মাওলানা আবদুর রউফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান মঙ্গলবার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা আবদুর রউফের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি সংগঠনের সকল কাজ যথাযথভাবে আঞ্জাম দেয়ার চেষ্টা করতেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক শোকবাণীতে পাবনা জেলা শাখা জামায়াতের আমীর, জেলা সেক্রেটারি এবং ফরিদপুর উপজেলা শাখা জামায়াতের আমীর ও সেক্রেটারি তার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com